ছবি সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা পারমাণবিক আলোচনার আগে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহের শেষদিকে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান। মূলত ওমানের মাস্কাটে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকের প্রস্তুতি ও সর্বশেষ অবস্থান নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই এই সফর বলে জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, শনিবার (১৯ এপ্রিল) মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়েছে। এই আলোচনাও হবে মধ্যস্থতাকারী দেশ ওমানের উদ্যোগে।
এর আগে গত ১২ এপ্রিল, মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কথিত ইতিবাচক এক সংলাপ অনুষ্ঠিত হয়। তবে এটি সরাসরি বৈঠক ছিল না—বরং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যস্থতায় বার্তা আদান-প্রদানের মাধ্যমে হয় ওই আলোচনা। এতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত।
বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনাগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড় নিতে পারে, যদিও তেহরান সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যতক্ষণ যুক্তরাষ্ট্র হুমকি ও নিষেধাজ্ঞার নীতি অব্যাহত রাখবে, ততক্ষণ কোনো সরাসরি আলোচনা সম্ভব নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেইর বলেন, “চাপের ভাষা বন্ধ না হলে আলোচনার টেবিলে বসা অর্থহীন।”
তিনি আরও জানান, রাশিয়া, ইউরোপসহ অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কেবল বার্তা বিনিময়ের মাধ্যমেই—সরাসরি নয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। তিনি বলেন, “ইরান যদি দ্রুত সমঝোতায় না আসে, তাহলে তাদের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার পথ খোলা রয়েছে।” অন্যদিকে তেহরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এই ইস্যুতে অযথা উত্তেজনা তৈরি করছে।
এই অবস্থায়, আসন্ন রাশিয়া সফর ও ওমান বৈঠক কেবল পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নয়, বরং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দিকনির্দেশনাও দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News