ছবি সংগ্রহীত
দীর্ঘ পাঁচ বছর পর বরফ গলতে শুরু করেছে ভারত-চীনের কূটনৈতিক সম্পর্কে। সেই বরফ গলার অন্যতম প্রমাণ হতে পারে আকাশপথে পুনরায় যাত্রীবাহী বিমান চলাচল চালুর উদ্যোগ। সীমান্ত সংঘাতের কারণে বন্ধ থাকা এই পরিষেবা চালুর লক্ষ্যে আলোচনা শুরু করেছে দুই দেশ।
সোমবার নয়াদিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রী পরিবহন নিয়ে প্রথম দফার আলোচনাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি, তবে উভয় দেশই এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগ্রহী।
২০১৯ সালের পর ২০২০ সালে হিমালয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় ও ৪ জন চীনা সেনার প্রাণহানির পর দুই দেশের সম্পর্ক চরম অবনতির দিকে যায়। এরই প্রেক্ষিতে নয়াদিল্লি চীনা বিনিয়োগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে। বন্ধ হয়ে যায় আকাশপথে যাত্রী পরিবহনও।
তবে গত জানুয়ারিতে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু হয়। একই বছর অক্টোবর মাসে সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও চীন। ওই মাসেই রাশিয়ার এক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে।
নয়াদিল্লিতে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের এক সম্মেলনে ভারতের বেসামরিক বিমান চলাচল বিভাগের সেক্রেটারি ভামলুনমং ভুয়ালনাম জানান, দুই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ইতোমধ্যে একটি বৈঠক হয়েছে। তিনি জানান, এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে, তবে সেগুলো সমাধানের কাজ চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ শুধু আকাশপথে যোগাযোগই নয়, বরং সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের দিকে একটি বড় পদক্ষেপ। করোনা পরবর্তী সময়ে চীন যেখানে যাত্রী পরিবহনে পিছিয়ে আছে, সেখানে ভারত-চীন যাত্রীবাহী ফ্লাইট চালু হলে উভয় দেশের পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগে নতুন গতি আসবে।
বর্তমানে শুধু কার্গো ফ্লাইট চালু থাকলেও, এই আলোচনার সফল বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের মধ্যে আবারও শুরু হতে পারে সরাসরি যাত্রী পরিবহন—যা দীর্ঘদিন পর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News