ছবি সংগৃহীত
গাজা উপত্যকায় আবারও দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত চলা এই বর্বরোচিত অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে এক পরিবারের ১০ জনও রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা শহর ও উত্তরের অঞ্চলগুলো। তবে দক্ষিণে খান ইউনিস ও রাফাহতেও চালানো হয়েছে ভয়াবহ বোমা বর্ষণ। ইসরাইলি বাহিনী রাফাহর শাবৌরা ও তাল আস-সুলতান এলাকায় সামরিক ঘাঁটি স্থাপন করে রাফাহকে খান ইউনিস থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখান থেকেই পরিচালিত হচ্ছে সর্বশেষ অভিযান।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শুক্রবার এক বিবৃতিতে বলেন, "গাজা যুদ্ধের লক্ষ্য পূরণে আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করা।"
এই হামলা এমন এক দিনে চালানো হলো, যেদিন খ্রিস্টান সম্প্রদায় পালন করছিল গুড ফ্রাইডে। তবে গাজার খ্রিস্টান ধর্মালম্বীরা সামান্য কিছু আয়োজনের মধ্য দিয়ে দিনটি কাটাতে বাধ্য হন, ইসরাইলি আগ্রাসনের কারণে।
গাজার বাইরে লেবাননের সিদন শহরের কাছে ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক সদস্য। একইসঙ্গে ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে, আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এটি হুতিদের ‘জ্বালানি ঘাঁটি’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হুতিরা পাল্টা দাবি করেছে, তারা ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে।
গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সাধারণ মানুষের প্রাণহানি ও নিরাপত্তাহীনতা এই সংঘর্ষে সবচেয়ে বড় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News