ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 09:07 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

চিকিৎসকের লাঞ্ছনায় হাসপাতালে অপমানিত বৃদ্ধ, তীব্র প্রতিবাদ মধ্যপ্রদেশে

Publish : 09:07 AM, 21 April 2025.
চিকিৎসকের লাঞ্ছনায় হাসপাতালে অপমানিত বৃদ্ধ, তীব্র প্রতিবাদ মধ্যপ্রদেশে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ভারতের মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের এক চাঞ্চল্যকর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চত্বরপুর বিভাগীয় হাসপাতালে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে প্রকাশ্যে মারধর করে টেনে হিঁচড়ে পুলিশ পোস্টে নিয়ে যান এক চিকিৎসক।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল)। প্রত্যক্ষদর্শীদের একজন ভিডিওটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এটি দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বয়োজ্যেষ্ঠ এক রোগীকে মারছেন এবং পরে টেনে নিয়ে যাচ্ছেন।

নির্যাতনের শিকার ওই বৃদ্ধের নাম উদ্ভবলাল জোসি। তিনি জানান, অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেবা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই চিকিৎসক এসে তাদের ওপর চড়াও হন।

জোসি বলেন, "আমি শুধু বলেছিলাম, আমার স্ত্রী অসুস্থ, তাই লাইনে দাঁড়িয়ে আছি। তখনই তিনি আমাকে থাপ্পড় মারেন, লাথি দেন, আমার চশমা ভেঙে দেন। এমনকি আমাকে হত্যার হুমকি দেন। আমার চিকিৎসার স্লিপ ছিঁড়ে ফেলেন এবং আমার স্ত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন।"

চিকিৎসকের এমন আচরণে স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়েছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর হাসপাতালের ভেতর ও বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে হাসপাতালের সিভিল সার্জন ডা. জিএল আহিরওয়ার NDTV-কে জানান, ভিডিও দেখে তিনিও হতবাক হয়েছেন। অভিযুক্ত চিকিৎসক প্রথমে দাবি করেছিলেন যে বৃদ্ধ খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু ভিডিও ফুটেজে তা প্রমাণিত হয়নি।

তিনি বলেন, "ঘটনাটি একেবারেই অগ্রহণযোগ্য। চিকিৎসক যেহেতু আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলমান রয়েছে।"

এদিকে ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক পালিয়ে গেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তার খোঁজে পুলিশ অভিযান শুরু করেছে।

ভারতে বিভিন্ন সময় হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠে আসলেও এ ধরনের ভিডিও প্রমাণসহ ঘটনা সমাজে বড় ধরনের আলোড়ন তোলে। বিশ্লেষকরা বলছেন, স্বাস্থ্য খাতে মানবিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ঘটনাটি একটি বার্তা হওয়া উচিত।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল