ছবি সংগৃহীত
গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন আরও জোরদার করতে চলেছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা ও সামরিক অস্ত্র পাচ্ছে তেল আবিব। ইরানি গণমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরাইলকে সরবরাহ করতে যাচ্ছে তিন হাজারের বেশি শক্তিশালী বোমা।
একইসঙ্গে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে—শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ১০ হাজারের বেশি বোমার চালান আসবে, যার মধ্যে থাকবে এমকে-৮৪ সিরিজের দুই হাজার পাউন্ড ওজনের বিস্ফোরক।
ইসরাইলের দক্ষিণ গাজার শহর রাফাহ পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে। দখলে নেওয়া হয়েছে রাফাহ ও খান ইউনুসের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ করিডর ‘মরাগ’। চলছে অভিযান মিশর-সীমান্ত ঘেঁষা ফিলাডেলফি করিডরেও।
গাজার দক্ষিণাঞ্চলে নতুন সামরিক অভিযান চালাতে মজুত করা হচ্ছে আরও গোলাবারুদ। প্রেস টিভির দাবি, যুক্তরাষ্ট্র এরইমধ্যে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ভারী গোলাবারুদ।
চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১,৬৩০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন চার হাজারের বেশি। ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, খাদ্য গুদামসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
উত্তর গাজায় শুরু হয়েছে ইসরাইলের আরও বড় ধরনের অভিযান। সেখানে মোতায়েন করা হয়েছে পদাতিক বাহিনী, ৩৬তম ডিভিশন এবং ১৮৮তম ট্যাংক ব্রিগেড।
মানবাধিকার সংগঠনগুলো বলছে—এই সামরিক সহায়তার মাধ্যমে ইসরাইলের গণহত্যায় প্রত্যক্ষভাবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News