১১টায় বৈঠক, সিদ্ধান্তের অপেক্ষায় পলিটেকনিক শিক্ষার্থীরাঃ ছবি সংগৃহীত
আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তবে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে বলে জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।
জানা গেছে, বেলা ১১টায় শিক্ষার্থীদের একটি বৈঠক রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। জুবায়ের পাটোয়ারী জানান, বৈঠকে যদি যৌক্তিক অগ্রগতি হয়, তবে রেল অবরোধ প্রত্যাহার করা হবে। অন্যথায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জুবায়ের। তিনি বলেন, “সরকার আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। আমাদের যদি তুচ্ছজ্ঞান করা হয়, তবে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ আন্দোলন দেশের সংস্কার ও শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য।”
শিক্ষার্থীদের ৬ দফা দাবি তুলে ধরা হয় আন্দোলনে। এর মধ্যে রয়েছে:
১. ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি,
২. বয়স সীমাবদ্ধতা তুলে উন্নত কারিকুলাম চালু ও ইংরেজি মাধ্যমে শিক্ষা,
৩. উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত কোটা নিশ্চিত করা,
৪. কারিগরি সেক্টরে অ-কারিগরি জনবল নিয়োগ নিষিদ্ধ করা,
৫. স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন ও সংস্কার কমিশন তৈরি,
৬. পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য উন্নত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় ও ডুয়েট অধীনে ভর্তির সুযোগ নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে কারিগরি শিক্ষা খাত। এ খাতে রাজনৈতিক প্রভাব, অদক্ষ নিয়োগ, ও উচ্চশিক্ষায় সুযোগের অভাব রয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এই আন্দোলন নিয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। আজকের বৈঠকের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় কি না, তা এখন দেখার অপেক্ষা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News