ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:43 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

সম্প্রীতির পথে আরেক ধাপ: বৌদ্ধ বিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড. ইউনূস

Publish : 02:43 AM, 13 April 2025.
সম্প্রীতির পথে আরেক ধাপ: বৌদ্ধ বিহারে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড. ইউনূস

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

রাজধানী ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দেশের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনে উপস্থিত থেকে তিনি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ভবন নির্মাণের লক্ষ্য হলো—সব ধর্ম, জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, “সম্প্রীতি ভবন শুধু একটি স্থাপনা নয়, বরং এটি হবে মানবিকতা, শান্তি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। আজকের দিনে যেখানে বৈষম্য আর বিভেদের ছাপ দেখা যায়, সেখানে এমন উদ্যোগ এক নতুন দিশা দেখাবে।”

আয়োজক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ জানান, সম্প্রীতি ভবন হবে একটি মুক্ত মঞ্চ—যেখানে ধর্মীয় সংলাপ, সাংস্কৃতিক বিনিময় এবং সমাজ উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এতে সব সম্প্রদায়ের মানুষ অংশ নিতে পারবে।

এ সময় বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি বলেন, “বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে যে ঐতিহাসিক সৌহার্দ্য ও সহাবস্থান বিদ্যমান, সম্প্রীতি ভবন তারই এক বাস্তব প্রতিফলন হবে।” ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ড. ইউনূস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু ও নেতৃবৃন্দের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হন।

উল্লেখ্য, সম্প্রীতি ভবন নির্মাণ সম্পন্ন হলে এটি দেশের প্রথম কোনো ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক এমন একটি আয়োজন হবে, যা আন্তঃধর্মীয় সম্প্রীতির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি