ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:43 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

শিশুদের চোখে গাজার কান্না—‘আহত ফিলিস্তিনি’ রূপে সোহরাওয়ার্দীতে বার্তা দিল সাইমুমের শিশুরা

Publish : 02:43 AM, 13 April 2025.
শিশুদের চোখে গাজার কান্না—‘আহত ফিলিস্তিনি’ রূপে সোহরাওয়ার্দীতে বার্তা দিল সাইমুমের শিশুরা

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হাজারো মানুষের মাঝে ব্যতিক্রমী বার্তা নিয়ে অংশ নেয় একদল শিশু। মাথায় ব্যান্ডেজ, হাত-পা বেঁধে, কেউবা কাঁধে কফিন বহন করে তারা যেন হাজির হয় গাজার আহত শিশুদের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে।

এই অনন্য পরিবেশনা আয়োজন করে ইসলামিক সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। সংগঠনের শিশু শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন গাজার শিশুদের বাস্তবতা—যন্ত্রণা, মৃত্যু আর নিঃসঙ্গতা।

শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই এই ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে। মিছিলে একজন শিশু 'বাবা' সেজে কাঁধে নিয়ে আসেন একটি প্রতীকী শিশু মরদেহ। ছোট ছোট কফিন হাতে দাঁড়িয়ে থাকা শিশুদের দেখে অনেকেই কেঁদে ফেলেন, কেউবা উচ্চারণ করেন গগনবিদারী স্লোগান—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর!’

সাইমুম শিল্পীগোষ্ঠীর একজন শিল্পী বলেন, “গাজার শিশুদের দুঃখ-কষ্ট আমাদের শিশুদের চোখ দিয়ে তুলে ধরতে চেয়েছি। এটা আমাদের প্রতিবাদের ভাষা।”

অভিভাবক আরিফুল ইসলাম বলেন, “আমার ছেলে যখন কফিন হাতে দাঁড়িয়েছিল, আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি জানি, এই কষ্টের মধ্যেই সত্যিকারের বার্তা আছে—আমরা বিশ্বকে জানাতে চাই, গাজার শিশুদের জীবন এমনই নিষ্ঠুর বাস্তবতায় কাটছে।”

৯ বছর বয়সী অংশগ্রহণকারী শিশু রাফি জানায়, “আমাকে বলা হয়েছিল আমি একজন শহীদ ভাইকে কাঁধে নিচ্ছি। তখন মনে হচ্ছিল আমি সত্যি সত্যি গাজার কারও লাশ ধরে আছি।”

এই প্রতীকী প্রতিবাদ উপস্থিত মানুষদের মনে গভীর রেখাপাত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আজকের শিশুরা কিছু না বলেই যে শক্তিশালী বার্তা দিয়ে গেল, তা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না।”

‘মার্চ ফর গাজা’ আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। আয়োজকদের ভাষ্য, এই কর্মসূচির মাধ্যমে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এবং মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

একদিকে গর্জে ওঠা স্লোগান, অন্যদিকে শিশুদের নিঃশব্দ অভিনয়—সব মিলিয়ে এই গণসমাবেশ রূপ নেয় এক অনন্য প্রতিবাদে, যেখানে ব্যথা, সহমর্মিতা আর মানবতার বার্তা মিশে যায় এক মোহময় অনুভবে।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকারি মাটি দখলকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন ছোট ভাই শিরোনাম উত্তরাখণ্ডে আরও সাত মাদ্রাসা সিল, অভিযোগ অনিবন্ধিত পরিচালনা শিরোনাম অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা মিলনের আত্মসমর্পণ শিরোনাম ভোজ্যতেলের নতুন দাম কার্যকর, রাজস্ব আদায়ের কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা শিরোনাম রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক উল্টে নিহত ২