ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের পাশে দাঁড়াতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে আজ সকাল থেকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করতে শুরু করেছেন মানুষ। মূল আয়োজন বিকেল ৩টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে আসতে থাকে ছোট-বড় মিছিল।
বাংলামোটর, শাহবাগ, দোয়েল চত্বর, বকশীবাজার, কাকরাইল, নীলক্ষেত—রাজধানীর নানা প্রান্ত থেকে জনতার ঢল এসে মিশছে ঐতিহাসিক এই উদ্যান প্রাঙ্গণে। কারও হাতে বাংলাদেশের পতাকা, কারও হাতে ফিলিস্তিনের পতাকা—সবার মুখে একটাই স্লোগান: গাজার পাশে বাংলাদেশ।
“আমরা এখান থেকে তাদের জন্য কিছু করতে পারছি না, কিন্তু জানাতে এসেছি—তাদের পাশে আছি”
রাজধানীর উত্তরা থেকে আটজন বন্ধু মিলে কর্মসূচিতে অংশ নিতে এসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তৌহিদুল ইসলাম। জানালেন, “ফিলিস্তিনে আজ যে নির্মমতা চলছে, আমরা এখান থেকে তাদের জন্য কিছুই করতে পারছি না। তাই অন্তত এই আয়োজনে অংশ নিয়ে তাদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছি।”
ঠিক এমনই অনুভূতি নিয়ে এসেছে হাজারো তরুণ, নানা বয়সী মানুষ, নারী ও শিশুরাও। ‘মার্চ ফর গাজা’ যেন পরিণত হয়েছে এক জনতার মিলনমেলায়—যেখানে সীমান্তের বাধা নেই, আছে কেবল মানবিকতা, সহানুভূতি আর ন্যায়ের পক্ষে দৃপ্ত কণ্ঠস্বর।
টিএসসি সংলগ্ন গেটের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করতে আসা নাজমুল হোসাইন বললেন, “আমি এসেছি শুধু ব্যবসার জন্য না, আমি এখানে দাঁড়িয়েছি নির্যাতিত মুসলমানদের পক্ষে। সকাল থেকেই এত মানুষ এসেছে যে সামনে হাঁটারও জায়গা নেই।”
‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজক সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ জানিয়েছে, এ আয়োজনের মূল লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি জানানো, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে উচ্চকণ্ঠ হওয়া।
এই আয়োজনে যোগ দিয়েছেন দেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, মিডিয়া কর্মী, খেলোয়াড়, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্টজনরা। ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, বিভিন্ন জাতীয় দলের খেলোয়াড়সহ অনেকে এই কর্মসূচিকে দিয়েছেন সরব সমর্থন।
যখন গোটা বিশ্বে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে, তখন বাংলাদেশও পিছিয়ে নেই। আজ সোহরাওয়ার্দী উদ্যানের গর্জে ওঠা জনতার কণ্ঠস্বর যেন বিশ্ববাসীর কাছে আর্তনাদ নয়, বরং মানবিকতার আহ্বান। গাজা যেন একা না থাকে, এই বার্তাই ছড়িয়ে দিল আজকের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News