ছবি সংগ্রহীত
বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ এবারও নানা বর্ণিলতা আর বৈচিত্র্যে সেজেছে। তবে এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে নজর কাড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল।
সোমবার (১৪ এপ্রিল) সকালে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় ১৮টি ভারতীয় হরিয়ানা ঘোড়া। রঙিন কাপড়ে সুসজ্জিত এ ঘোড়াগুলো হাঁটে শোভাযাত্রার একেবারে সামনের সারিতে, যা পুরো আয়োজনে যোগ করেছে একটি ব্যতিক্রমী রাজকীয় ও ঐতিহ্যবাহী আবহ।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ শিরোনামে আয়োজিত এই শোভাযাত্রার মূল বার্তা ছিল সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের বর্ষবরণ আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা যেমন ছিল কঠোর, তেমনি ছিল নান্দনিক ও দৃষ্টিনন্দন অংশগ্রহণ। অশ্বারোহী দলটি শুধু নিরাপত্তা নিশ্চিতই করেনি, বরং শোভাযাত্রার শোভা বৃদ্ধি করেছে বলেও জানায় আয়োজকরা।
ভারতের হরিয়ানা রাজ্য থেকে আনা এই ঘোড়াগুলো তাদের সুঠাম দেহ, তেজস্বী গতি ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত। মূলত সামরিক ও আনুষ্ঠানিক কুচকাওয়াজে ব্যবহারের জন্য এই জাতের ঘোড়া বহুল পরিচিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘদিন ধরেই এই ঘোড়াগুলোকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আসছে বিভিন্ন উৎসব ও নিরাপত্তা কাজে ব্যবহারের জন্য।
শোভাযাত্রার রুট ছিল চারুকলা অনুষদ থেকে শুরু করে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় ফেরা। পুরো রুটজুড়ে অশ্বারোহী দল ঘোড়াগুলোর মাধ্যমে নজরদারিও বজায় রাখে। এ ছাড়াও তারা শোভাযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শোভাযাত্রায় অংশ নেওয়া দর্শনার্থীরা বলেন, “এমন বর্ণিল ঘোড়ার দল অনেকেই প্রথম দেখছেন। এটি পুরো আয়োজনকে করেছে আরও আকর্ষণীয়।” অনেকে আবার ঘোড়াগুলোর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময়ও পার করেছেন।
বাংলা নববর্ষে চারুকলা অনুষদের এই শোভাযাত্রা বাংলাদেশের অন্যতম বড় ও জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন। আর ডিএমপির অশ্বারোহী দল ও তাদের বাহনের সৌন্দর্য এবার শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে, যা বহু অংশগ্রহণকারীর মুখেই ছিল প্রশংসার সুরে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News