ছবি সংগ্রহীত
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রাজধানীর ধানমন্ডি এলাকায় গত আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কিশোর মো. শামীম হত্যা মামলায় মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে পিবিআইয়ের উপ-পরিদর্শক শাহীন মিয়া কারাগারে রাখার আবেদন করেন, যেখানে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। তবে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিবি পুলিশ মোরশেদ আলমকে গ্রেপ্তার করে। মামলার সূত্র মতে, গত ৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শামীম নামক কিশোর গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের শিকার হয়ে দগ্ধ হন। পরবর্তী সময়ে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।
এ ঘটনায় ৩ অক্টোবর তার মা জাহানারা বেগম ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
মোরশেদ আলম ২০১৪ সালে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী নির্বাচনগুলোতেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি আরটিভিরও চেয়ারম্যান। বর্তমানে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News