বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতীকে সংহতির বার্তাঃ ছবি সংগ্রহীত
বাংলা নববর্ষ ১৪৩২ কে ঘিরে রাজধানীর চারুকলা প্রাঙ্গণ ঘিরে জমে উঠেছিল বর্ষবরণের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা। প্রতিবারের মতো এবারও রঙের উৎসবে মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকা। তবে এবারের শোভাযাত্রায় ছিল এক বিশেষ সংযোজন—ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ।
সকাল ৯টায় চারুকলা অনুষদের সামন থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা, 'ফ্রি প্যালেস্টাইন' লেখা পোস্টার ও ব্যানার। নানা রঙের মুখোশ, ঢাকঢোলের শব্দ আর শিল্পীসুলভ উপস্থাপনায় ভিন্ন মাত্রা পেয়েছে এবারের শোভাযাত্রা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের শোভাযাত্রার প্রতিটি মোটিফে যেমন ছিল রঙের ছোঁয়া, তেমনি ছিল সময়ের দাবি ও প্রতিবাদের ভাষা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রায় তৈরি করা হয় একটি বৃহৎ তরমুজের ফালির মোটিফ—যা যেন হয়ে ওঠে নিপীড়িত মানুষের প্রতিবাদের প্রতীক।
তরমুজ কেন? আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ, স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক। এই ফলটির বাইরের সবুজ ও ভেতরের লাল, সাদা, কালো রঙ ফিলিস্তিনের জাতীয় পতাকার রঙের প্রতিফলন। বহু সময় ধরে এই প্রতীকটি সেখানে সাংস্কৃতিক প্রতিরোধের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই বর্ষবরণের মতো প্রাণবন্ত আয়োজনে এই প্রতীককে স্থান দিয়ে এক ধরনের একাত্মতা প্রকাশ করা হয়েছে।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রা ঘুরে দেখে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান—শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর। পরে আবার চারুকলা প্রাঙ্গণেই এর সমাপ্তি ঘটে।
শোভাযাত্রায় ছিল ২১টি শিল্পমণ্ডিত মোটিফ—যার মধ্যে ৭টি বড়, ৭টি মাঝারি এবং ৭টি ছোট মোটিফ। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নামের প্রধান মোটিফ। এর পাশাপাশি নজর কাড়ে পায়রা, মাছ, বাঘ ও আলোচিত 'মুগ্ধর পানির বোতল'-এর প্রতীকী চিত্রায়ণ।
শুধু রঙ আর উৎসব নয়—শিল্প, প্রতিবাদ, মানবিকতা ও আন্তর্জাতিক সংহতির বার্তা নিয়েই যেন এগিয়ে চলেছে বাংলা নববর্ষের শোভাযাত্রা। আর সেই বার্তাই স্পষ্ট হয়ে উঠল এবারের তরমুজের প্রতীকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News