ছবি সংগ্রহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঘটে গেল এক হৃদয়বিদারক ও বিভ্রান্তিকর ঘটনা। তিন বছরের শিশু রাইসা মায়ের জন্য কাঁদছিল। শিশুর কান্না থামাতে তাকে কোলে নিয়ে বের হন বাবা সোহেল মিয়া। কিন্তু পথেই ঘটল বিপত্তি—অপহরণকারী ভেবে তাকে ধরে পিটিয়ে দেয় অতি উৎসাহী জনতা। বাড়ি থেকে বেরিয়ে অটোরিকশায় উঠছেন এক ব্যক্তি, শিশুটি কোলে।
ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১৩ এপ্রিল) বিকেলে, কুলিয়ারচরের রামদি ইউনিয়নের তাতারকান্দি এলাকায়। সাবেক স্ত্রীর খোঁজে মেয়েকে নিয়ে বের হয়েছিলেন সোহেল। কিন্তু মেয়ের কান্না দেখে সন্দেহ করে স্থানীয়রা। লোকজন জড়ো হয়ে মারধর করছে এক যুবককে। কেউ ভিডিও করছে, কেউ চিৎকার করছে।
বারবার নিজের পরিচয় জানালেও কেউ তার কথা শোনেনি। পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রমাণ হয়, কোলে থাকা শিশুটি অপহৃত নয়, বরং তার নিজের মেয়ে।
"আমি কেবল আমার মেয়েকে নিয়ে তার মায়ের খোঁজে বের হয়েছিলাম। সবাই মিলে আমাকে মারলো, কাউকে বোঝাতে পর্যন্ত পারিনি। আমার মেয়েটাও ভয়ে কাঁদছিল..."
স্থানীয় থানা পুলিশের সহায়তায় সোহেলকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
"প্রাথমিক তদন্তে জানা গেছে, সোহেল তার মেয়েকে নিয়ে স্ত্রীকে খুঁজছিলেন। এটি একটি ভুল বোঝাবুঝি। আমরা ঘটনাটি তদন্ত করছি।" ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে, সন্দেহ হলেই আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই উচিত নয়।
"সন্দেহ হলেও আগে প্রমাণ, পরে পদক্ষেপ। এ ধরনের ভুল বিচার বিপজ্জনক। সোহেলের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে—জনসচেতনতা কতটা জরুরি।"
একজন বাবা, যিনি শুধু নিজের সন্তানকে শান্ত করতে বের হয়েছিলেন, আজ হাসপাতালের বিছানায়। আমাদের সমাজে সচেতনতার অভাবে ঘটে যাচ্ছে এমন ভুলের শিকার অসহায় মানুষ। সময় এসেছে সন্দেহ নয়, সচেতনতার জায়গা থেকে প্রতিক্রিয়া জানাবার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News