ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 08:10 AM, 16 April 2025.
Digital Solutions Ltd

ছয় দফা দাবিতে সাতরাস্তায় সড়ক অবরোধ, দুর্ভোগে নগরবাসী

Publish : 08:10 AM, 16 April 2025.
ছয় দফা দাবিতে সাতরাস্তায় সড়ক অবরোধ, দুর্ভোগে নগরবাসী

ছয় দফা দাবিতে সাতরাস্তায় সড়ক অবরোধ, দুর্ভোগে নগরবাসীঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।

অবরোধের ফলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক তেজগাঁও-মগবাজার, তেজগাঁও-সাতরাস্তা ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। যানজট ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত, ফলে সীমাহীন দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষসহ জরুরি সেবা ব্যবহারকারীরাও।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, “ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা সাতরাস্তা অবরোধ করে রেখেছে। চারদিকের সড়ক বন্ধ হয়ে গেছে। আমাদের ট্রাফিক সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন, তবে শিক্ষার্থীরা না উঠলে কিছুই সম্ভব নয়।”

অন্যদিকে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হয়েছে। তাদের প্রতিনিধি দলকে সচিবালয়ে নিয়ে গিয়ে দাবি তুলে ধরার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, “একাধিকবার দাবি জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। আমরা সচিবালয়ে গিয়ে বারবার ফিরে এসেছি। এবার রাস্তা অবরোধ করে দাবি জানাচ্ছি, যারা সমাধান দিতে পারবেন, তাদেরই এখানে আসতে হবে।”

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—পলিটেকনিক শিক্ষার্থীদের ডিপ্লোমা ডিগ্রির স্বীকৃতি, চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর, ইন্ডাস্ট্রি লিংকড ট্রেনিং বাড়ানো এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি ইত্যাদি।

আন্দোলনকারীদের দাবি মেনে নিতেই হবে—এমন মনোভাব নিয়ে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সড়ক অবরোধ অব্যাহত থাকায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে, দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "নতুন করে পথচলা: গাউছিয়ার সাফল্যে Search BD News-এর অভিনন্দন" শিরোনাম বিশ্বকাপ নিশ্চিতের পথে বাংলাদেশ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু শিরোনাম চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১, বিদেশি অস্ত্র উদ্ধার শিরোনাম শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল পনির’ বিতর্ক, তরী রেস্তোরাঁর প্রতিক্রিয়া শিরোনাম শাহে আলম মুরাদ গ্রেপ্তার: আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে একাধিক মামলা শিরোনাম ভারতে ৫০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলায় উত্তাল হরিয়ানা