ছবি সংগৃহীত
প্রায় পৌনে ৯ ঘণ্টা অবরোধের পর তেজগাঁও-মগবাজার সড়কে অবশেষে যান চলাচল শুরু হয়েছে। যদিও ট্রাফিক পুনরায় সচল হলেও, দীর্ঘ সময় ধরে চলা অবরোধে রাজধানীজুড়ে সৃষ্টি হওয়া তীব্র যানজটের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবরোধ শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যে এই আন্দোলন ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছড়িয়ে পড়ে।
তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ানবাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগ ও মৌচাক এলাকা ছিল চরম যানজটে বিপর্যস্ত। এমনকি মহাখালী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইনকামিং রুটও স্থবির হয়ে পড়ে।
অবরোধের কারণে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। কেউ কেউ গাড়ি থেকে নেমে হেঁটেই গন্তব্যের পথে রওনা দেন। দুপুর পর্যন্ত ছিল তীব্র রোদ ও গরম, আর বিকেল সাড়ে তিনটার পর শুরু হয় ঝড়-বৃষ্টি — যা জনভোগান্তি আরও বাড়িয়ে তোলে।
এ প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, “পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধে দিনভর জনভোগান্তি হয়েছে। রোদ ও পরে বৃষ্টির কারণে তা আরও বেড়ে যায়। তবে সন্ধ্যায় তারা অবরোধ প্রত্যাহার করলে আমরা দ্রুত যান চলাচল সচল করতে কাজ শুরু করি।”
অবরোধ প্রত্যাহারের ঘোষণার পরপরই ট্রাফিক পুলিশ সদস্যদের সাতরাস্তা মোড়সহ আশপাশে তৎপর হতে দেখা যায়। তবে এত দীর্ঘ সময় ধরে সড়ক বন্ধ থাকায় স্বাভাবিক চলাচল ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আজকের কর্মসূচি শেষ হলেও শিক্ষার্থীরা ১৭ এপ্রিল বৃহস্পতিবার রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে। ফলে বৃহস্পতিবারও রাজধানীতে নতুন ভোগান্তির আশঙ্কা রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News