রিশাদের ঘূর্ণিতে ৯ বছর পর পিএসএলে ফিরল বিরল কীর্তিঃ ছবি সংগৃহীত
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়ছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। অভিষেকেই চমক দেখিয়ে ফিরিয়ে এনেছেন এমন একটি রেকর্ড, যা পিএসএলে দেখা যায়নি গত ৩ হাজার ৩৪৯ দিন—অর্থাৎ সাড়ে ৯ বছর পর।
রিশাদের অভিষেকটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম দুই ম্যাচেই ৩টি করে উইকেট শিকার করে তিনি পিএসএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে এমন কীর্তি গড়লেন। এর আগে একমাত্র গ্রান্ট এলিয়টই ২০১৬ সালে অভিষেকের পরপর দুটি ম্যাচে ৩ বা তার বেশি উইকেট নিয়েছিলেন।
রিশাদের প্রথম ম্যাচ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। সেখানে তিনি শিকার করেন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদকে। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। এরপর করাচি কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে তিনি ফেরান শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদিকে।
এই পারফরম্যান্সের সুবাদে নিজের দ্বিতীয় ম্যাচের পরই তিনি পেয়েছেন পিএসএলের ‘ফজল মাহমুদ ক্যাপ’—যা দেওয়া হয় চলমান আসরে সর্বোচ্চ উইকেট শিকারীকে। শুধু তাই নয়, এখন পর্যন্ত বাংলাদেশি বোলারদের মধ্যে পিএসএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিকেও এগিয়ে যাচ্ছেন রিশাদ।
গ্রান্ট এলিয়ট তার প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন মোট ৭ উইকেট, রিশাদ এখন রয়েছেন ৬ উইকেটে। তবে তার ধারাবাহিকতা এবং বলের বৈচিত্র্যে মুগ্ধ পিএসএলের বিশ্লেষকরা। এমনকি ইংল্যান্ডের এক সাবেক তারকা প্রথম দেখাতেই রিশাদের বোলিং দেখে প্রশংসা করেছেন বলে জানা গেছে।
রিশাদের সামনে এখন সুযোগ রয়েছে বাংলাদেশের হয়ে পিএসএলের ইতিহাসে সবচেয়ে সফল বোলার হয়ে ওঠার। পরের ম্যাচ ২২ তারিখ, প্রতিপক্ষ মুলতান সুলতানস। ভক্তদের আশা—এই তরুণ লেগস্পিনার এবারও চমকে দেবেন পুরো ক্রিকেট বিশ্বকে।
রিশাদের সাফল্য প্রমাণ করছে, বাংলাদেশের তরুণ প্রতিভারা বিশ্বমঞ্চে এখন নিজের জায়গা করে নিতে প্রস্তুত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News