ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের বহিষ্কৃত নেতা আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব তাজমহল এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা।
বুধবার (১৬ এপ্রিল) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী গোলজার হোসেন। অভিযোগে তিনি বলেন, সাইনবোর্ড তৈরির জন্য লোহার পাত কিনতে মাসাবো বাজারের নবীর হোসেনের দোকানে যান তিনি। তার সঙ্গে ছিলেন দুই ভাতিজা ও গাড়িচালক।
দোকানে অবস্থানকালে হঠাৎ ৪-৫টি মোটরসাইকেলযোগে আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জন যুবক দোকানের সামনে এসে ঘেরাও করে। দলটির সদস্যদের মধ্যে একাধিক ডাকাতি মামলার আসামি সোয়েব মিয়া উপস্থিত ছিলেন, যিনি গোলজারকে গালাগাল ও প্রকাশ্যে হত্যার হুমকি দেন।
তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা তখন সরে যায়। কিন্তু এরপর গোলজার বাড়ি ফেরার পথে ফের হামলার শিকার হন। পেরাবো এলাকায় তার গাড়ি থামিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা চালানো হয়।
গাড়িচালক কামাল হোসেন জানান, “গোলজার সাহেবকে মাথায় পিস্তল ঠেকানো হয়। আমি গাড়ি ঘুরিয়ে দ্রুত স্থান ত্যাগ করায় আমরা প্রাণে বেঁচে যাই।”
অভিযুক্ত আশরাফ ভূঁইয়া মোবাইলে যোগাযোগ করা হলে বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমি ঢাকায় থাকি। কে কী করল আমি জানি না। নিউজ করলেই কি আমি দোষী হয়ে যাব?” তিনি আরও বলেন, “আপনারা চাইলে যা খুশি লিখতে পারেন, আমি ভয় পাই না।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও লুটপাটের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এক সময়ের রাজনৈতিক পরিচিতি এখন সন্ত্রাসের অভিযোগে প্রশ্নবিদ্ধ। এলাকার সাধারণ ব্যবসায়ীরা বলছেন, আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, তবে এবার সরাসরি হত্যাচেষ্টার অভিযোগের পর কঠোর পদক্ষেপ না নিলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এখন দেখার বিষয়, তদন্ত কতটা দ্রুত ও সুষ্ঠু হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News