ছবি সংগৃহীত
রাজধানীর শেরে বাংলা নগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫ সদস্য। দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, যখন একটি সেনাবাহিনীর লরি সাভার থেকে মুন্সিগঞ্জগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে চলতে থাকা লরিটি হঠাৎ বাঁক নিতে গিয়ে ভারসাম্য হারায় এবং উল্টে গিয়ে পাশে থাকা দেয়ালে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন সেনা সদস্য নিহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে সিএমএইচসহ নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, “এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।”
ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, দেশের প্রতিরক্ষা বাহিনীর এই ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধান। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শোকের ছায়া নেমে এসেছে সশস্ত্র বাহিনী ও নিহতদের পরিবারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News