ছবি সংগৃহীত
ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস এসোশিয়েশনের কমিটি গঠিত হয়েছে। ১৫ এপ্রিল বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের এই সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটিতে বাসন্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সফিকুল ইসলাম সবুজকে আহবায়ক এবং কুশংগল ইউনিয়নের হিসাব সহকারী আবুল হাসান মৃৃধাকে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিকদার তপন, মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সাইফুল ইসলাম। এছাড়াও মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, বাপ্পা পাল, ইমাম হোসেন, সাঈদা আক্তার এবং কাওছার হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়েছে। একই সভায় প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল লতিফ মোল্লাকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সভা শুরুর আগে একই স্থানে জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো.কাওছার হোসেনকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News