ছবি সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী সদস্য মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কিত একাধিক মামলা রয়েছে। এর আগে, গত ৬ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউতে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে আইনি নজরদারি চলছিল।
আওয়ামী লীগের একাংশের মতে, মুরাদের গ্রেপ্তার দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, শাহে আলম মুরাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, গত কয়েক মাসে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।
নির্বাচন সামনে রেখে রাজনীতিতে শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপের আভাস দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News