ছবি সংগৃহীত
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ সাবেক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এ ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (NCB)।
‘জুলাই-আগস্ট গণহত্যা মামলা’ সংশ্লিষ্ট অপরাধে পলাতক আসামিদের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছে বলে পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আবেদন প্রক্রিয়াটি করা হয়েছে তিনটি পৃথক ধাপে, যাতে করে যথাযথভাবে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা যায়।
রেড নোটিশের আবেদনে শেখ হাসিনা ছাড়াও যাদের নাম রয়েছে তারা হলেন—
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,
মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ,
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল,
ঢাকার সাবেক দক্ষিণ মেয়র শেখ ফজলে নূর তাপস,
সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক,
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ,
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত,
এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
সূত্র জানায়, ‘জুলাই-আগস্ট গণহত্যা’ মামলায় এদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দেশজুড়ে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা, নির্যাতন ও গুমের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগপত্র জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
এদিকে, পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রেড নোটিশ জারি হলে ইন্টারপোলের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার ও প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হবে। তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতার ওপর।
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এই আবেদন আন্তর্জাতিক অঙ্গনে একটি স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো ছাড় দেবে না, যেই হোক না কেন।” তবে বিষয়টি এখনো তদন্তাধীন ও বিচারাধীন পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, ইন্টারপোল রেড নোটিশ জারি করলে তা অপরাধীদের অবস্থান শনাক্ত এবং আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News