ছবি সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। জয় পেলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করবে টাইগ্রেসরা। তবে হেরে গেলে তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এটি বাছাইপর্বে বাংলাদেশের পঞ্চম ম্যাচ এবং এর মধ্যে চতুর্থবারের মতো আগে ব্যাটিং করছে তারা।
বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। ফর্মে না থাকা সোবহানা মোস্তারির জায়গায় দলে ঢুকেছেন উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তার। বাকি একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দল থেকেই।
অন্যদিকে পাকিস্তান ইতোমধ্যেই তাদের সব চারটি ম্যাচে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ফলে আজকের ম্যাচটি তাদের জন্য নিয়মরক্ষার হলেও বাংলাদেশের জন্য এটি জীবন-মরণের লড়াই।
বাংলাদেশ জয় পেলে আর কোনো হিসাবের দরকার নেই। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের দিকে। সেক্ষেত্রে ক্যারিবীয়দের হার অথবা তুলনামূলকভাবে ছোট ব্যবধানে জয় কাম্য হবে টাইগ্রেসদের জন্য।
বাংলাদেশের একাদশ:
দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
পাকিস্তানের একাদশ:
শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।
বাংলাদেশ নারী দলের জন্য আজকের ম্যাচটা শুধুই ক্রিকেট ম্যাচ নয়—এটা একরকম পরীক্ষা, একরকম উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ। টাইগ্রেসরা কী পারবে সেই চূড়ান্ত চ্যালেঞ্জ জয় করে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে? উত্তর দেবে ২২ গজ!
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News