ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:42 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভাঙনের সুর, এগিয়ে পাকিস্তান

Publish : 01:42 AM, 21 April 2025.
বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভাঙনের সুর, এগিয়ে পাকিস্তান

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ভাঙনের সুর এগিয়ে পাকিস্তানঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

নারী বিশ্বকাপে জায়গা করে নিতে হলে শেষ দুই ম্যাচের একটিতে জয় দরকার ছিল বাংলাদেশের। তবে এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের ব্যর্থতায় পথ হারাচ্ছে নিগার সুলতানার দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছিল ‘ডু অর ডাই’। কিন্তু সেই ম্যাচেও ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং—সব বিভাগেই হতাশা ছড়িয়েছে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করে মাত্র ১৭৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ব্যর্থতার ছাপ ছিল শুরু থেকেই। ইনিংস গড়ার মতো কেউ ছিলেন না। ছোট ছোট জুটি হলেও, বড় স্কোরে রূপ নেয়নি কোনোটা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান এসেছে নিগার সুলতানার ব্যাট থেকে।

এই স্বল্প লক্ষ্য নিয়েও শুরুটা ভালো করেছিলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। ইনিংসের দ্বিতীয় বলেই পাকিস্তানের ওপেনার সাওয়াল জুলফিকারকে এলবিডব্লিউ করেন তিনি।

তবে এরপর ম্যাচে আর প্রতিদ্বন্দ্বিতার চিত্র আঁকতে পারেনি বোলিং ইউনিট। বাংলাদেশের বোলাররা চাপ সৃষ্টি করতে ব্যর্থ হন। ক্যাচ ফেলার মিছিল, বডি ল্যাঙ্গুয়েজে হতাশা আর উইকেট না পাওয়ার হতবাক অভিব্যক্তি যেন ম্যাচের চিত্র হয়ে দাঁড়ায়।

দ্বিতীয় উইকেট জুটিতে সিদরা আমিন ও মুনিবা আলী গড়েন ৮০ রানের পার্টনারশিপ। সাফল্য আসে অনেক পরে—১৭তম ওভারে। পানি বিরতির পর প্রথম বলেই রাবেয়া খানের বলে সুইপ করতে গিয়ে আউট হন সিদরা, ক্যাচ নেন দিলারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১০৭ রান, হাতে ৮ উইকেট। জয়ের জন্য প্রয়োজন মাত্র ৭২ রান, আর হাতে আছে আরও ২৭ ওভার।

ক্রিজে রয়েছেন ফর্মে থাকা ব্যাটার মুনিবা আলী (৪৬) ও আলিয়া রিয়াজ (১৫)। সবমিলিয়ে, পরিস্থিতি বলছে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে পাকিস্তানের দৃঢ়তায়।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল