বাংলাদেশের নবনির্মাণে তুরস্কের পাশে থাকার ঘোষণাঃ ছবি সংগৃহীত
বাংলাদেশ ২.০ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাবেক উপদেষ্টা ড. ইয়াসিন আকতাই।
সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ কনফারেন্স-এ তিনি এ কথা বলেন। “জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ” শীর্ষক দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (CPSR)। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ, তুরস্ক, যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিক ও কূটনীতিকরা।
মূল আলোচক হিসেবে ড. ইয়াসিন আকতাই বলেন, “বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে। মানবিক ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় পাশে থাকবে।”
সম্মেলনে দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, “ভারতীয় আধিপত্য থেকে মুক্তিই ছিল জুলাই বিপ্লবের মূল দর্শন। সেই চেতনায় একটি শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের এগোতে হবে।”
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবির হাসান বলেন, “বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে অভ্যন্তরীণ ন্যায়ের ভিত্তিতে অর্থনৈতিক পরিকল্পনা করতে হবে। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতির উন্নয়নের মাধ্যমে ‘বাংলাদেশ ২.০’ বাস্তবায়ন সম্ভব।”
অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, “জুলাই বিপ্লবের পর তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।”
কনফারেন্সে আরও বক্তব্য রাখেন:
তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন
সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান
ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক
বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ
ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল
ইসাম গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ড. হোসেইন হুসনী কয়অলু
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CPSR-এর নির্বাহী পরিচালক ড. আ. স. ম. মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।
বক্তারা বলেন, বিশ্বে সফল বিপ্লবগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে সামনে এগোতে হবে। বাংলাদেশ যেন মানবিক, ন্যায়ভিত্তিক ও আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্রে রূপ নেয়, সে জন্য এই সম্মেলন একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে বলে মত দেন উপস্থিত বিশিষ্টজনেরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News