ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:42 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

শান্তিরক্ষায় নারীর সক্রিয়তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বার্তা

Publish : 01:42 AM, 21 April 2025.
শান্তিরক্ষায় নারীর সক্রিয়তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বার্তা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী অংশগ্রহণ আরও বাড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে ল্যাক্রোয়ার সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ শান্তিরক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা রেখে আসছে। এখন সময় এসেছে এই অগ্রযাত্রায় নারীদের সম্পৃক্ততা আরও বাড়ানোর।”

বর্তমানে বিশ্বের ১১টি সক্রিয় শান্তিরক্ষা মিশনের মধ্যে ১০টিতে বাংলাদেশের মোট ৫,৬৭৭ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন। শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাক্রোয়া জানান, নারীদের শুধু নির্দিষ্ট দায়িত্বে সীমাবদ্ধ না রেখে নেতৃত্বের পর্যায়েও দেখতে চায় জাতিসংঘ। তিনি আশ্বস্ত করেন, শান্তিরক্ষার সব স্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দেবে জাতিসংঘ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “আমরা শান্তিরক্ষায় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্য মোতায়েনে প্রস্তুত রয়েছি। পাশাপাশি ‘পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম’-এর অধীনে পাঁচটি ইউনিট র‍্যাপিড ডিপ্লয়মেন্টে প্রস্তুত রেখেছি।”

বৈঠকে জাতিসংঘ সদর দপ্তর এবং মাঠ পর্যায়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের নেতৃত্বে ভূমিকা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, মিয়ানমারে চলমান সংঘাত ও সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, “রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ এখন সময়ের দাবি। চলমান অস্থিরতা সীমান্ত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।”

উল্লেখ্য, আগামী ১৩-১৪ মে বার্লিনে অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল