ছবি সংগৃহীত
গণহত্যার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকায় দলের গণসংযোগ পক্ষের আওতায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচনই জনগণের প্রতিনিধিত্ব করে না। আর জনগণ যা চায় না, জামায়াতও তা চায় না। অতীতে যেসব পাতানো নির্বাচন হয়েছে, এখনো বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা-ও একই রকম হবে।”
ড. মাসুদ আরও বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকে, তবে আগামী রমজানের আগেই গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন করে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। সেই নির্বাচনের মাধ্যমেই গড়ে উঠবে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ।”
তিনি একাত্তরের সোনার বাংলার বাস্তবায়ন এখনও হয়নি বলে দাবি করেন, এবং বলেন, “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণেই সেই স্বপ্ন অপূর্ণ। ইসলামী সমাজ গঠনের মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন সম্ভব। আর তাতেই প্রতিষ্ঠা পাবে শোষণমুক্ত সোনার বাংলাদেশ।”
পথসভায় তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও জনগণ এখনও শোষণের শিকার। স্বাধীনতার আগে পাকিস্তানি শাসন, আর স্বাধীনতার পর স্বৈরাচারী শাসকের দমননীতিতে মানুষ নিপীড়িত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. মাসুদ বলেন, “মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলায় জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে।”
এ সময় তিনি দেশের মানুষকে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে অবস্থান নিতে এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে যাত্রাবাড়ী-শ্যামপুর এলাকার পথচারী, ব্যবসায়ী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি উপকরণ বিতরণ করেন স্থানীয় নেতারা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News