ছবি সংগৃহীত
ঘুষ, দুর্নীতি, অনিয়ম কিংবা হয়রানির শিকার হলে আর চুপ করে থাকার প্রয়োজন নেই—এমনই বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি নাগরিকদের আহ্বান জানান, এসব অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে তাকে জানাতে।
পোস্টে তিনি লেখেন, "স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর বা সংস্থায় কর্মরত কারও বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা হয়রানির অভিযোগ থাকলে যথাযথ তথ্য ও প্রমাণসহ অভিযোগ দাখিল করুন।"
অভিযোগ দাখিলের ঠিকানা:
📧 advisorasifofficial1@gmail.com
আসিফ মাহমুদ আরও বলেন, "যে কোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে।"
তিনি জানান, অভিযোগে প্রমাণাদি সংযুক্ত থাকলে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
"জনস্বার্থেই এই উদ্যোগ," যোগ করেন উপদেষ্টা, "ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।"
এই উদ্যোগে ইতিবাচক সাড়া আশা করছেন তিনি, যা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থার পথে বড় এক ধাপ হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News