ছবি সংগৃহীত
২০০৯ সালের ভয়াবহ বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কাজ পুরোদমে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই তথ্য জানান তদন্ত কমিশনের সদস্যরা।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৬ বছর আগের এই ঘটনায় জড়িত অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, যার ফলে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে বিদেশে অবস্থানরত ২৩ জনের মধ্যে ৮ জন ইতোমধ্যেই সাক্ষাৎ দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
তদন্ত কমিশন হত্যাকাণ্ডের ধরন ও পরিকল্পনার গভীরে যাওয়ার চেষ্টা করছে। কমিশন প্রধান বলেন, “ডিজিকে হত্যার পর একে একে অন্যান্য অফিসারদের হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকাণ্ড ছিল। এটা কোনো তাৎক্ষণিক বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র।” তিনি এ ঘটনাকে "পলাশীর পুনরাবৃত্তি" বলে উল্লেখ করেন।
কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডের পরেও কারও বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক কাঠামোর ব্যর্থতা।”
বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের কাজের প্রশংসা করে বলেন, “পুরো জাতি এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছে। কমিশনকে সফল হতেই হবে। হত্যাকাণ্ড এত পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে যে, এটা কোনো সাধারণ ঘটনা নয়।”
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে এবং রহস্য উদঘাটনের স্বার্থে যত ধরনের সহায়তা প্রয়োজন, তা নিশ্চিত করা হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News