ছবি সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সংসদে উপস্থাপন ছাড়াই আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সাহেলউদ্দিন আহমেদ টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থবছরের বাজেটের তুলনায় নতুন বাজেট প্রায় ৭ হাজার কোটি টাকা কম হচ্ছে। বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত সভা ও কো-অর্ডিনেশন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদুল আজহার আগে বাজেট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত বাজেট প্রতিবছর বৃহস্পতিবার ঘোষণা করা হলেও এবার ব্যতিক্রমভাবে সোমবার তা দেওয়া হবে।
নতুন বাজেটের মূল লক্ষ্য থাকবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং বৈষম্য হ্রাসে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
অগ্রাধিকার পাচ্ছে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাত। বাজেট ঘাটতি সীমিত রেখে খরচ নিয়ন্ত্রণের মাধ্যমে কার্যকর অর্থনীতি গঠনের দিকে নজর রাখা হবে।
আগামী অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫.৫ শতাংশ, যা চলতি বছরের ৬.৭৫ শতাংশ থেকে কম। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য থাকলেও বাস্তবে মার্চে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি পৌঁছেছে ৯.৩৫ শতাংশে।
বাজেট ঘোষণার পর ড. সাহেলউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News