ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:42 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

কনের বদলে বউসাজে শাশুড়ি! বিয়ের আসর ছেড়ে পালালেন বর

Publish : 01:42 AM, 21 April 2025.
কনের বদলে বউসাজে শাশুড়ি! বিয়ের আসর ছেড়ে পালালেন বর

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে বিয়ের আসরে ঘটলো এক রীতিমতো নাটকীয় ঘটনা—যেখানে কনের আসনে দেখা গেলেন তার মাকেই! আর সেই দৃশ্য দেখে হতভম্ব বর পালিয়ে বাঁচলেন বিয়ের আসর থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ৩১ মার্চ। ২২ বছরের মো. আজিম নামের এক যুবককে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তার পরিবার। পাত্রী হিসেবে ঠিক করা হয় মানতাশা নামের ২১ বছরের এক তরুণীকে। সব প্রস্তুতি সম্পন্ন, আসর বসেছে জমজমাট। কিন্তু ঠিক বিয়ের পূর্ব মুহূর্তে ঘটলো অঘটন।

বর আজিম কনের নাম শুনেই কিছুটা চমকে ওঠেন। বিষয়টি যাচাই করতে ঘোমটা তুলে দেখেন—সামনে দাঁড়িয়ে থাকা নারী পাত্রী মানতাশা নন, বরং তিনি মানতাশার মা! হবু শাশুড়ি সেজেই বসেছিলেন বউ বেশে।

ঘটনার সত্যতা নিশ্চিত হতেই আজিম তীব্র আপত্তি জানান এবং স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই বিয়ে করতে রাজি নন। এরপর দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল বাদানুবাদ। এক পর্যায়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর, আজিম স্থানীয় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, প্রতারণার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। তিনি কনের মায়ের সঙ্গে বিয়ে করতে রাজি ছিলেন না—তবুও তাঁকে অজান্তে এমন জটিল পরিস্থিতিতে ফেলা হয়।

মিরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কেন বা কী কারণে কনের বদলে মা বধূবেশে বসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।

এদিকে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। কেউ বলছেন এটা সিনেমাকেও হার মানানো নাটকীয়তা, কেউ বা প্রতারণার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এমন ঘটনায় বিয়ের আসরের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। মিরাটে এই রকম নজিরবিহীন কাণ্ডে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসনও।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল শিরোনাম ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশন: বিশ্ববাসীর প্রতি আহ্বান শিরোনাম বৃষ্টিতে ভিজে কারাগারে মানবেতর পরিবেশে জুনায়েদ আহমেদ পলক শিরোনাম সকালে খালি পেটে বেল খাওয়ার উপকারিতা: কীভাবে শরীর উপকৃত হয়? শিরোনাম আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতি: কৃতজ্ঞতার শিক্ষা