ছবি সংগৃহীত
সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২০ এপ্রিল) সকালে কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে তারা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন।
ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উপস্থিত হয়ে শিক্ষার্থীদের রাস্তা ছাড়ার অনুরোধ করে। কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে সেনাবাহিনী লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।
পরে সেনা সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে তাদের ক্যাম্পাসে ফেরত পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। দাবি আদায়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নামেন।
শিক্ষার্থী সাকিব বলেন, “সেনাবাহিনী আমাদের মাত্র পাঁচ মিনিট সময় দেয়। কিন্তু সময় শেষ হওয়ার আগেই লাঠিচার্জ শুরু করে। এটা অপ্রত্যাশিত ছিল।”
ঘটনার পর সাংবাদিকদের কাছে সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, “সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।”
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হলেও এখনো হাসপাতাল চালু হয়নি। এতে শিক্ষার্থীরা বাস্তব ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
তাদের অভিযোগ, ওয়ার্ড সুবিধা, ট্রান্সপোর্ট ও পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় পাঠদানে ব্যাপক সমস্যা হচ্ছে। শিক্ষা কার্যক্রমের মান রক্ষা ও মেডিকেল শিক্ষার পূর্ণতা নিশ্চিতে দ্রুত হাসপাতাল চালুর দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট আশ্বাস মেলেনি।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News