ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:42 AM, 21 April 2025.
Digital Solutions Ltd

ভবেশের মৃত্যু নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ

Publish : 01:42 AM, 21 April 2025.
ভবেশের মৃত্যু নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দিনাজপুরের বিরল উপজেলায় হিন্দু কৃষক ভবেশ চন্দ্র রায়ের (৫৫) মৃত্যু নিয়ে ভারত সরকারের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ আখ্যায়িত করে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। শনিবার (১৯ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ভারতের মন্তব্যের প্রতিবাদ জানান।

প্রেস সচিব বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ হিসেবে তুলে ধরা হয়েছে। এই ধরনের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে সংখ্যালঘুরা রাষ্ট্রীয় সমর্থনে কোনো বৈষম্যের শিকার হন না। সরকার সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়।”

ভবেশের মৃত্যুর বিষয়ে পোস্টে বলা হয়, তিনি পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারও কোনো সন্দেহজনক পরিস্থিতির কথা জানায়নি। ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ভিসেরা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, “ভিসেরা রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এর আগেই কোনো পক্ষ যেন বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য না করে, সেই আহ্বান জানাচ্ছি।”

এর আগে একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (টুইটার)–এ দেওয়া বিবৃতিতে বলেন, “বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি একটি ধারাবাহিক নিপীড়নের অংশ, যেখানে অপরাধীরা বারবার ছাড় পেয়ে যাচ্ছে।”

ভারতের এ ধরনের মন্তব্য কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের দাবি ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছাত্রদলের হামলায় আহত ছাত্রলীগ কর্মী, মামলা করলেন বাবা শিরোনাম এনআইডি লক: শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্য বঞ্চিত ২২ সেবা থেকে শিরোনাম সিলেটে স্পিন ঝলক, তবু পিছিয়ে বাংলাদেশ ৮২ রানে শিরোনাম শোকের ছায়া: গার্ড ডিউটিতে থাকা সেনা সদস্য দুর্জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল