রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে খুন গ্রেফতার ২ঃ ছবি সংগৃহীত
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরামকে খুনের ঘটনায় প্রধান আসামি নান্টু এবং তার সহযোগী খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ শনিবার (২০ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আকরাম হত্যার পর আসামিরা নওগাঁর এক প্রত্যন্ত গ্রামে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে।
এদিকে, ঘটনার বিস্তারিত জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় নান্টু তার স্ত্রীকে মারধর করলে প্রতিবেশী আকরাম প্রতিবাদ করেন। এর পরই ক্ষিপ্ত হয়ে নান্টু এবং তার সহযোগীরা আকরামের মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করেন। গত বুধবার রাতে আকরাম এই ব্যাপারে প্রতিবাদ জানালে, নান্টু ও তার সহযোগীরা আকরাম এবং তার ছেলে হাসান ইমামের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।
হত্যার পর নিহত আকরামের ছেলে হাসান ইমাম এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা নিহতের মরদেহ সামনে রেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News