মারা গেলেন ছোট পর্দার প্রিয় মুখ গুলশান আরা আহমেদঃ ছবি সংগ্রহীত
বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ, দর্শকপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর।
পরিচালক কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি নিশ্চিত করে লেখেন,
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অভিনেত্রী গুলশান আরা আহমেদের অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০২ সালে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে প্রথম নাটকে কাজ করার সুযোগ পান। এরপর ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করেন নানা নাটকে পার্শ্বচরিত্র ও কমেডি রোলে অভিনয়ের মধ্য দিয়ে।
তবে তার স্বপ্ন ছিল রুপালি পর্দার অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্নপূরণে তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত 'কদম আলী মাস্তান' ছবিতে। যদিও চলচ্চিত্রে তার পদচারণা দীর্ঘ হয়নি, ছোট পর্দাতেই হয়ে ওঠেন এক প্রিয়মুখ।
ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘কাবিলার আম্মা’ হিসেবে তার প্রাণবন্ত অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে। নাটকে তার নোয়াখালীর আঞ্চলিক টোন আর সজীব চরিত্রায়ণ তাকে ভিন্ন এক জনপ্রিয়তা এনে দেয়।
তার মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত-দর্শক ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন, স্মরণ করছেন তার উজ্জ্বল উপস্থিতি ও মানুষ হিসেবে স্নেহময়তা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের স্থান ও সময় পরে জানানো হবে।
আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন—এ কামনা করেছেন তার সহকর্মীরা এবং হাজারো ভক্ত।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News