ছবি সংগৃহীত
বহুদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় ব্যাটার শুভমন গিল ও ক্রিকেট ঈশ্বরের কন্যা সারা টেন্ডুলকার। ২০২০ সালের আইপিএল থেকে শুরু—ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে লাইক, মন্তব্য, মাঝেমধ্যে একসাথে জায়গা ভাগ করে নেওয়া ছবিতে জমেছিল সম্পর্কের জল্পনা।
যদিও কখনও সরাসরি কেউ কিছু বলেননি। সম্পর্কটা ছিল ‘চুপিচুপি, কিন্তু চোখে চোখে’।
তবে সাম্প্রতিক ইনস্টাগ্রাম পদক্ষেপ যেন সেই সব কল্পনার উপর এক মোক্ষম ফিনিশার শট! শুভমন ও সারা—দুজনেই এখন আর একে অপরকে ফলো করেন না ইনস্টাগ্রামে। এমনকি শুভমনের দুই বোন, শাহনীল গিল ও সিমরন সিধুকেও যাঁদের একসময় ফলো করতেন সারা, এখন তারাও ‘আউট অফ সার্কেল’।
এই ঘটনা থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা—তবে কি নীরবেই ভাঙলো সেই বহু চর্চিত সম্পর্ক?
একটা সময় গ্যালারিতে বসে শুভমনের খেলা দেখতেন সারা, বন্ধুদের সঙ্গে দিচ্ছিলেন জয়ের সেলিব্রেশনও। আবার শুভমনও সারার ইনস্টা পোস্টে দিতেন স্পেশাল রিঅ্যাকশন। সব মিলিয়ে সম্পর্কের ইঙ্গিত ছিল পরোক্ষেই।
তবে এই "সারা" নিয়ে বিভ্রান্তি আগে থেকেই ছিল। শুভমনের সঙ্গে একসময় সারা আলি খানের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছিল। সে প্রসঙ্গে অভিনেত্রী নিজেই মজা করে বলেন “সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!”— যা একরকম পরোক্ষ স্বীকারোক্তিই ছিল যে সম্পর্ক ছিল সারা টেন্ডুলকারের সঙ্গে, সারা আলির নয়।
সম্প্রতি কোনও মিডিয়া সাক্ষাৎকার বা ইনস্টাগ্রাম পোস্টেও শুভমন বা সারা এই আনফলো ইস্যুতে মুখ খোলেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া যুগে ‘ফলো’ আর ‘আনফলো’ই যেন সম্পর্কের সবচেয়ে বড় ঘোষণাপত্র!
বলা যায়, আনুষ্ঠানিক কোনও বিবৃতি ছাড়াই ইতি টানা হল শুভমন-সারা অধ্যায়ের। প্রেম ছিল কি না, কিংবা এখন নেই কেন—এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। তবে আপাতত ইনস্টাগ্রাম বলছে, এ গল্প শেষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News