আপিল বিভাগে নতুন বিচারপতিদের সংবর্ধনাঃ ছবি সংগৃহীত
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে রোববার (২০ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সংবর্ধনা দেওয়া হয়।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা এবং আইনজীবীরা।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নতুন দুই বিচারপতির জীবনী তুলে ধরে তাদের সম্মান জানিয়ে বক্তব্য রাখেন। এরপর সংবর্ধনার জবাবে বক্তব্য রাখেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে, প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপ্রথা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হয় এবং বিচারব্যবস্থার উন্নতি ও স্বচ্ছতা বজায় রাখার জন্য নতুন বিচারপতির কাছে আশা প্রকাশ করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News