ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সুযোগ নিয়েই দেশে ফ্যাসিবাদ মাথা তোলার চেষ্টা করে।
শনিবার দুপুরে নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে এসব মন্তব্য করেন তিনি। সেমিনারটি আয়োজন করে জিয়া পরিষদ, নাটোর।
রিজভী বলেন, “কেউ কেউ বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে পরবর্তী সরকার তা বাস্তবায়ন করতে পারবে না। অথচ সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকারের বিষয়। নির্বাচিত সরকার সংসদে তা পাস করাবে। এই বিভ্রান্তি কার স্বার্থে তৈরি হচ্ছে— সেটাই প্রশ্ন।”
তিনি আরও বলেন, “যে সমস্ত দল এবং ছাত্র-জনতা গণতান্ত্রিক আন্দোলনে একসঙ্গে ছিল, তাদের মধ্যেই যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে ফ্যাসিস্ট শক্তি আবারও উঁকি দেবে।”
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা সরকার একটি দানবীয় শাসন চালিয়ে গুম-খুনের মাধ্যমে টিকে আছে এবং প্রতিবেশী দেশ ভারত তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে নিজেদের নীতির অধীন রাখতে চায়। “শেখ হাসিনা শূন্য বাংলাদেশ ভারতীয় নীতিনির্ধারকদের জন্য মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে,”— বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, “জনগণ এখন একটি ভালো সরকার চায়। তারা বিশ্বাস রাখছে অন্তর্বর্তী সরকারের ওপর, যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, “যারা নির্বাচন পেছাতে চায়, তারা ষড়যন্ত্র করছে। জনগণ এত বোকা নয়। আমরা এখনো সরকারের প্রতি আহ্বান জানাই— দ্রুত নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিন এবং তারিখ ঘোষণা করুন।”
দুলু আরও বলেন, “দলের অভ্যন্তরেও কিছু ষড়যন্ত্রকারী আছে, যারা ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে। এদের বিরুদ্ধে নাটোর বিএনপি ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News