ছবি সংগ্রহীত
নেতৃত্ব পেলে সেটি ভালোভাবে কাজে লাগাতে চান মেহেদী হাসান মিরাজ। তবে তার মতে, অধিনায়কত্ব নয়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত পারফরম্যান্স। জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মিরাজ বলেন, ‘যে এখন নেতৃত্বে আছে, তাকে সাপোর্ট করা এবং নিজে ভালো পারফর্ম করাই এখন আসল কাজ।’
সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজিত পুরস্কার বিতরণীতে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা পান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃত্ব নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
“যদি দায়িত্ব পাই, সঠিকভাবে পালন করতে চাই”
মিরাজ বলেন, “সবশেষ সিরিজে এবং বিপিএলে আমি অধিনায়কত্ব করেছি। জাতীয় দলের ওয়ানডে ও টেস্টেও শান্ত না থাকায় অধিনায়ক হওয়ার সুযোগ হয়েছিল। বিসিবি যদি ভবিষ্যতে দায়িত্ব দেয়, তাহলে আমি সেটা যেন ভালোভাবে পালন করতে পারি, সেটাই চিন্তা করব।”
তিনি আরও যোগ করেন, “তবে এখন যিনি অধিনায়কত্ব করছেন, শান্ত ভাই, তাকে সাপোর্ট করা জরুরি। পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজের দায়িত্ব বুঝে পারফর্ম করাও গুরুত্বপূর্ণ।”
“ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জয় আত্মবিশ্বাস জুগিয়েছে”
সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে জয় আমাদের জন্য বড় প্রাপ্তি। এটা দলকে আলাদা আত্মবিশ্বাস দিয়েছে। ব্যাটসম্যান এবং বোলার—দু’পক্ষকেই পারফর্ম করতে হবে।”
তিনি মনে করেন, নেতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন ক্রিকেটার হিসেবে নিজের কাজটি ঠিকভাবে করে যাওয়া আরও বেশি জরুরি।
“হোম কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে বাড়তি সুবিধা থাকবে”
আসন্ন জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আশাবাদী মিরাজ। তার ভাষ্য, “আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চ্যালেঞ্জিং, প্রতিপক্ষ যেই হোক না কেন। তবে যেহেতু এটি হোম সিরিজ, তাই কিছুটা বাড়তি সুবিধা আমরা অবশ্যই পাব। আমাদের দলে যারা আছে, তারা সবাই প্রস্তুত। পারফর্ম করার মতো মানসিকতা এবং স্কিল দুই-ই আছে তাদের মধ্যে।”
নেতৃত্ব নিয়ে বিতর্ক নয়, চাই সম্মিলিত সাফল্য
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে সাম্প্রতিক সাফল্যের পরও উঠেছে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন। সেই প্রসঙ্গে মিরাজের বক্তব্য বরং দলীয় সংহতির পক্ষে। তার মতে, ব্যক্তিগত কিংবা নেতৃত্ব নিয়ে ভাবার সময় নয় এখন—সবচেয়ে জরুরি হলো দলের হয়ে মাঠে নিজের সেরা পারফরম্যান্সটা তুলে ধরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News