ছবি সংগৃহীত
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত দপ্তরি কাজী সুমনকে (৪২) আটক করেছে বাসাইল থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ছুটির পর দপ্তরি সুমনের কাছে প্রাইভেট পড়তে আসে দুই ছাত্রী। এক পর্যায়ে একটি ছাত্রীকে চশমা আনতে পাঠিয়ে, আরেকজনকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি।
চশমা নিয়ে ফিরে আসা অপর ছাত্রী ঘটনা দেখতে পেলে, অভিযুক্ত দপ্তরি ভুক্তভোগীকে ছেড়ে দেয়। পরে ছাত্রীটি বাড়ি ফিরে গেলে তার মা শরীরের আঘাতের চিহ্ন দেখতে পান এবং জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা প্রকাশ পায়।
ভুক্তভোগী ছাত্রীর কাকা জানান, “এর আগেও ওই দপ্তরি এমন আচরণ করেছে, তবে ভয়ে সে কিছু বলতে পারেনি। আজ তার শরীরে আঘাতের চিহ্ন দেখে আমরা জানতে পারি।” এই ঘটনায় প্রথমে পরিবার সেনাবাহিনীকে অবগত করলে, পরে তাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, “ঘটনার অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে কাজী সুমনকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় অভিভাবকরা এমন ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News