ছবি সংগ্রহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৮৩ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। এই আইনজীবীদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এই ৮৩ আইনজীবী। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা আইনজীবী সমিতির সম্মুখে আওয়ামীপন্থি আইনজীবীরা বেআইনি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং স্লোগান দিতে থাকেন। এছাড়া, তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং পিস্তল দিয়ে গুলি করে হত্যাচেষ্টা করেন।
এ ঘটনায় ১৪৪ জন আওয়ামীপন্থি আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নিয়ে আসামিরা মুক্তি পেয়েছিলেন, তবে আগামীকাল ৭ এপ্রিল তাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে। এই মামলায় ৮৩ জন আইনজীবীর জামিন না মঞ্জুর হওয়ায় তাদের আবারও কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, মামলার এক ভুক্তভোগী আইনজীবী অভিযোগ করেছেন, তাদের ওপর হামলার সময় আনোয়ার শাহাদাৎ শাওন নামে একজন আসামি পিস্তল দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। এ ঘটনায় তার নিরাপত্তাহীনতা ও মানসিক যন্ত্রণা বৃদ্ধি পায় বলে তিনি জানিয়েছেন।
এখন এই ঘটনায় আইনজীবী সমিতি এবং সুশীল সমাজের পক্ষ থেকে দ্রুত বিচার দাবি করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News