ছবি: সংগৃহীত
ডি মারিয়া। যেন মিথোলজির গভীর থেকে উদ্যত ফণার মতো উঠে এসে চিরঞ্জীব থাকলেন ফুটবল ইতিহাসে। সবাইকে কখনো কাঁদিয়ে কখনো হাসিয়ে মুসাফিরের বেশে খুঁজেছেন জাদুকরি সব মাহাত্ম্য! রচিত হয়েছে আর্জেন্টিনা ফুটবল তথা গোটা বিশ্বের এক দূত হিশেবে।
কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে রাজকীয় বিদায় নিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে অশ্রুসিক্ত নয়নে হাত নেড়ে দর্শকদের থেকে বিদায় নেন ৩৬ বর্ষী এই মহারথী। আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন জানিয়েছিলেন আসর শুরুর আগেই।
১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। শেষবেলায় আবেগাক্রান্ত হয়ে বলেছেন, নিয়তি এভাবেই তার সমাপ্তিটা প্রাপ্তির খাতায় লিখে রেখেছিল।
‘এমনটাই লেখা হয়েছিল এবং সেভাবেই সব হচ্ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমরা ফাইনালে পৌঁছেছি এবং আমরা জিতেছি। আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি এভাবে অবসর নিয়েছি। আমি গতরাতে ছেলেদের বলেছি।’- বলতে বলতে শ্রাবণের ধারায় ভিজিয়ে দিলেন গোটা ফুটবল বিশ্বকে!
ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ কোনো মেজর শিরোপা জিতলেন। ২০২২ বিশ্বকাপ, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিস্মিমা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে।
কোপা আমেরিকায় দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তৃতীয়বার তাদের। শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কলম্বিয়াকে হারিয়ে নতুন এক রেকর্ডও গড়েছে লিওনেল স্কালোনির দল। কোপার সর্বোচ্চ ১৬ শিরোপা এখন আলবিসেলেস্তেদের।
এই জয়ে একটি ত্রিমুকুটও পেয়ে গেল আর্জেন্টিনা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ আবার মহাদেশীয় শিরোপা জিতে স্পেনের পর টানা জয়ের গৌরব অর্জন করেছে লিওনেল মেসি বাহিনী। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা। স্পেন কীর্তি গড়েছিল ২০১০ বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছিল ২০০৮ ও ২০১২ সালে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News