বিপিএলের উদ্বোধন আজ, সুরের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী
আর ঘণ্টা কয়েকের অপেক্ষা। এরপরই শুরু হচ্ছে বিপিএল-২০২৫ আসরের মিউজিক ফেস্ট। এই আয়োজনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এখন শুধু গানে গানে মাতোয়ারা হওয়ার অপেক্ষায় শ্রোতারা। সুরের মূর্ছনায় মিরপুর স্টেডিয়াম মাতাতে মুখিয়ে আছেন এই আয়োজনের অন্যতম আকর্ষণ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।
রাহাত ফাতেহ আলী ছাড়াও মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নানকে। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। শুধু গানই নয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়াও উপদেষ্টা হাসান আরিফের জন্যও জানানো হবে শোক।
এই অনুষ্ঠানের আগের দিন এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন রাহাত ফাতেহ আলী। সেখানে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, সবাই কেমন আছেন। আমি রাহাত ফাতেহ আলী খান। আমি বিপিএল মিউজিক ফেস্ট-২০২৫ এ পারফর্ম করতে মুখিয়ে আছি। চলুন সবাই মিলে আইকনিক মিরপুর স্টেডিয়াম নতুন এক ইতিহাস গড়ি। এসো দেশ বদলাই।’
জানা গেছে, অ্যাভোয়েড রাফাকে দিয়ে শুরু হবে গানের অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে পাঁচটা পর্যন্ত মঞ্চ মাতাবেন তিনি। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।
৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। ১৮০ মিনিট ধরে মঞ্চে গান গাইবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।
জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের জন্য একটি বিশেষ ব্যবস্থা রেখেছে বিসিবি। “জোন ৩৬” নামে এই জোনে ১০০টি আসন সংরক্ষিত রয়েছে। মনোরম এই আয়োজন উপভোগ করতে আসা দর্শকদের জন্য গেট খোলা হবে দুপুর আড়াইটায়। বন্ধ হবে সাড়ে ৪টায়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্টেডিয়ামের মধ্যে রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। সাজসজ্জার কাজেও তাদের তদারকি লক্ষ্য করা গেছে।
এদিকে, ডিএমপির পক্ষ হতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চলাচলকারী যানবাহনগুলোকে দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News