ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক :
Publish : 09:25 PM, 20 December 2024.
Digital Solutions Ltd

কন্যা সন্তানের বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ

Publish : 09:25 PM, 20 December 2024.
কন্যা সন্তানের বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ

কন্যা সন্তানের বাবা হওয়ার পর অপরাধবোধে ভুগছেন বরুণ

বিনোদন ডেস্ক :

চলতি বছরে ৩ জুন প্রথমবারের মতো বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতা ও তার স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। 

বরুণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন সেই সুখবর। তবে খুদে সদস্যের ছবি এখনও প্রকাশ্যে আনেননি তিনি। 

জানা গেছে, অভিনেতা তার মেয়ের নাম রেখেছেন লারা। এরই মধ্যে খবর, কন্যা সন্তান জন্মের পর থেকে অসম্ভব অপরাধবোধে ভুগছেন বরুণ ধাওয়ান।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় সন্তানের বাবা-মা হন এই দম্পতি।

বাবা হওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত বরুণ। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে তার। 

সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার 'সিটাডেল: হানি বানি' সিরিজ। চলতি মাসে বড় পর্দায় মুক্তি পাবে 'বেবি জন'। 

সিনেমার কাজের চাপে বরুণকে ভোর চারটায় উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। একফোঁটা সময় দিতে পারছেন না মেয়েকে। এমনকি ছুঁয়ে দেখার সময়ও নাকি পাচ্ছেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়গুলো জানিয়েছেন খোদ অভিনেতা নিজেই। বরুণ বলেন, ‘আজকাল ভীষণ অপরাধবোধ ভুগছি। মেয়েকে কোলে নিয়ে ঘোরাতেও পারছি না। সারাদিন বড্ড মিস্ করি ওকে। এমনটা আগে কখনও কাউকে মিস্ করিনি যেটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে।’

যদিও আজকাল বাবারা সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেন। তবে বরুণ এখনও তেমন কিছু করেননি। তবে কাজের চাপ কমলে ছুটি নেবেন কি না, নাকি মেয়ের শৈশব দেখা অধরা রয়ে যাবে বরুণের কাছে, সেটা অবশ্য পরিষ্কার করেননি তিনি। 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী