ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
ক্রীড়া ডেস্ক :
Publish : 02:36 PM, 22 December 2024.
Digital Solutions Ltd

বাড়ল নারী ক্রিকেটারদের বেতন

Publish : 02:36 PM, 22 December 2024.
বাড়ল নারী ক্রিকেটারদের বেতন

বাড়ল নারী ক্রিকেটারদের বেতন

ক্রীড়া ডেস্ক :

গতকাল নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

গতকাল বোর্ডের ১৬তম সভা শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদে ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি ও ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, নারী ক্রিকেটারদের বেতন দেওয়া হবে চারটি গ্রেডে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে।  

চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তারা প্রতি মাসে বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা করে। আর সর্বনিম্ন ‘ডি’ ক্যাটাগরিতে থাকা স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাসরা পাবেন মাসে ৬০ হাজার টাকা করে।

জাতীয় চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। এই চুক্তিতে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদরা।

এ ছাড়া এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। 

র‍্যাঙ্কিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

টি-টোয়েন্টি ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে ১ থেকে ৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস ৫০ হাজার টাকা, ৪ থেকে ছয় নম্বরে থাকা দলের বিপক্ষে জয়ের জন্য ৩৫ হাজার টাকা এবং ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জিতলে ৩০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন শিরোনাম বিপিএল কবে, কখন এবং পূর্ণাঙ্গ সূচি শিরোনাম ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু শিরোনাম নতুন বছরে সড়ক কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ডের ৩ বাইক শিরোনাম বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান শিরোনাম নিজের সম্পদের বিবরণী তুলে ধরলেন দুদক চেয়ারম্যান