ছবি : সংগৃহীত
ভোজ্য তেলের বাজার স্বাভাবিক রাখতে সরকার সম্প্রতি আমদানি শুল্কে ছাড় দিলেও এতে সংকট কাটেনি; বরং তেলের দাম বেড়েছে এবং বাজারে সাপ্লাই চেইন আরও জটিল হয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে জানা গেছে, পুষ্টি, ফ্রেশ, তীরসহ কয়েকটি কোম্পানির তেল পাওয়া গেলেও তা শর্তসাপেক্ষে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, কোম্পানিগুলো এক কার্টন তেলের সঙ্গে একটি বস্তা আটা, সুজি বা চিনি নিতে বাধ্য করছে। শর্ত না মানলে প্রতি কেজি তেলে ১০ টাকা বেশি দিতে হচ্ছে।
কাওরানবাজারের মুদি দোকানদার ইউসুফ স্টোরের মালিক ইউসুফ বলেন, “শর্ত দিয়ে তেল বিক্রি করতে গেলে কাস্টমারের সঙ্গে ঝগড়া হয়। এতে আমাদের ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে।”
এদিকে, বাজারে আসা ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের মতে, সরকারের সঠিক তদারকির অভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একজন ভোক্তা অভিযোগ করেন, “শুল্কমুক্ত তেল আমদানি হলেও এর সুফল আমরা পাইনি। উল্টো তেলের দাম আরও বেড়েছে।”
বাজার পরিস্থিতি এবং অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপের কারণে ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, বাজার ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News