ভারতকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে ৫৯ রানে হারিয়ে যুব এশিয়া কাপের টানা শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শিরোপা ধরে রাখার মিশনে যদিও বাংলাদেশের ইনিংস তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি, তারা ১৯৯ রানে থেমে যায়।
তবে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপও এই রান তাড়া করতে পারল না। ভারতীয়দের ইনিংস থেমে যায় মাত্র ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেললেও, এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতছাড়া হল ভারতীয়দের।
বাংলাদেশ প্রথম উইকেটটি পায় দ্বিতীয় ওভারে, যখন পেসার আল ফাহাদ আয়ুশ মাত্রেকে বোল্ড করেন। পরবর্তী ধাক্কাটা দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা, যিনি বৈভব সূর্যবংশীকে আউট করেন। সূর্যবংশী সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করলেও, এবার মাত্র ৯ রান করে আউট হন।
বাংলাদেশ তখন রিজান হাসানের হাত থেকে আন্দ্রে সিদ্ধার্থকে (২০) তুলে নেয়। এরপর পেসার ইকবাল হোসেন ইমন ২১তম ওভারে তিন বলের মধ্যে দুটি উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
ইকবালের দারুণ দুটি বলে উইকেটকিপার ফরিদ হাসানের ক্যাচ হন কার্তিকেয়া (২১) ও নিখিল কুমার (০)। এরপর হরবংশ পাঙ্গুলিয়া আউট হলে ভারত ৯২/৭ হয়ে যায়।
বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম ৩২তম ওভারে ভারতের অধিনায়ক আমানকে বোল্ড করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার আরো কাছাকাছি নিয়ে আসেন। ভারত এরপর শুধু ব্যবধান কমানোর চেষ্টা করেছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News