ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক :
Publish : 06:28 AM, 18 December 2024.
Digital Solutions Ltd

জিম্বাবুয়ের হয়ে খেলবেন টম-স্যাম কারানের ভাই বেন

Publish : 06:28 AM, 18 December 2024.
জিম্বাবুয়ের হয়ে খেলবেন টম-স্যাম কারানের ভাই বেন

জিম্বাবুয়ের হয়ে খেলবেন টম-স্যাম কারানের ভাই বেন

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড ক্রিকেটে প্রতিষ্ঠিত দুই ভাই টম ও স্যাম কারান। তাদের আরেক ভাই বেন কারানের ক্রিকেটার। জন্ম, বেড়ে ওঠা ও ক্রিকেটে হাতখড়ি ইংল্যান্ডে হলেও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে এবার দেশটির জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এই ত্রয়ীর বাবা কেভিন কারান ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার।

জিম্বাবুয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বেন কারানকে রেখেছে। যেখানে প্রথমবারের মতো দেশটির জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

ইংল্যান্ডের নর্থ্যাম্পটনে বেন কারানের জন্ম। যেখানে এই অঞ্চলের ক্লাব নর্থ্যাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক তার। ওই বছরই দলটির হয়ে প্রথম খেলেন টি-টোয়েন্টি। পরের বছর লিস্ট ‘এ’ ক্রিকেটেও পা রাখেন তিনি।

বাবা জিম্বাবুয়ের ক্রিকেটার হওয়ায় দেশটিতে শৈশবে অনেক সময় কেটেছে বেন কারানের। ২০২২ সালের পর জিম্বাবুয়েতে খেলা শুরু করেন তিনি। তাদের চলমান লিস্ট ‘এ’ প্রতিযোগিতা প্রোফিফটির এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বেন কারান। চার ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ২৫৮ রান।

এছাড়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা লোগান কাপেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তার। দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে করেছেন ৫১৯। চমৎকার এই পারফরম্যান্সে নির্বাচকদের নজরে আসেন তিনি।

তার বাবা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে ১১ ওয়ানডে খেলেছেন। পরে দলটির সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন প্রয়াত এই পেস বোলিং অলরাউন্ডার। তার বড় ও ছোট ছেলে টম ও স্যাম কারান অবশ্য বেছে নিয়েছেন ইংল্যান্ডকে। দুইজনেই ইংলিশদের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ।

স্যাম কারান ইংল্যান্ডের জার্সিতে ২৪ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন। আর টম কারান খেলেছেন ২ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি।

জিম্বাবুয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। আগামী বুধবার টি-টোয়েন্টি দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই। পরের দুই ম্যাচ শুক্র ও শনিবার। ওয়ানডে তিনটি মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিরোনাম মেঘনায় মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার শিরোনাম বিশেষ বিধান জারি: ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান শিরোনাম রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার শিরোনাম ব্যাট হাতে জ্যোতির নতুন ইতিহাস শিরোনাম বিপিএলের উদ্বোধন আজ, সু‌রের মূর্ছনা ছড়াতে মুখিয়ে ফাতেহ আলী