রেকর্ড রান করেও হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ২৪ বল থাকতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে রেকর্ড রান করেও হোয়াইটওয়াশ হয়েছেন মেহেদী মিরাজরা।
বৃহস্পতিবার শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ। জিততে হলে সেন্ট কিটসে রেকর্ড রান তাড়া করতে হতো ক্যারিবীয়দের। অভিষিক্ত আমির জাংগোর সেঞ্চুরি ও কেসি কার্টির সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে রেকর্ড গড়েই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বড় রান করলেও বাংলাদেশ তৃতীয় এই ওয়ানডে ম্যাচে ৯ রানে তানজিদ তামিম ও লিটন দাসকে হারায়। দু'জনই শূন্য করেন। সেখান থেকে সৌম্য সরকার ও মেহেদী মিরাজ ১৩৬ রানের জুটি গড়ে দলকে রানের পথে তুলে নেন। সৌম্য ৭৩ বলে ৭৩ রানের ইনিংস খেলে ফেরেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন। চারে নামা অধিনায়ক মিরাজ ৭৩ বলে ৭৭ রান যোগ করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কার শট হাঁকান।
শেষটায় ১৫০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। দু'জনই ফিফটি তুলে নেন। রিয়াদ ৬৩ বলে খেলেন ৮৪ রানের হার না মানা ইনিংস। সাতটি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। জাকের আলী ৫৭ বলে ৬২ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি চার ও দুটি ছক্কা আসে।
জবাবে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৮৪ রানে পড়ে চতুর্থ উইকেট। সেখান থেকে কার্টি ও জাংগো ১৩২ রানের জুটি গড়েন। কার্টি ৮৮ বলে ৯৫ রান করে আউট হন। ১০টি চার ও দুটি ছক্কা মারেন। শেষটায় স্পিনার গুদাকেশ মতিকে নিয়ে ৯৩ রানের জুটি গড়েন জংগো। মতি ৪৪ রান করে ম্যাচ জিতয়ে ফেরেন। জয়ের মূল কারিগর জংগো ৮৩ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি অপরাজিত ইনিংস সাজান ছয়টি চার ও চারটি ছক্কায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News