দুইবার পিছিয়ে পড়েও ১০ জনের লিভারপুলের ড্র
দারুণ ফর্মে থাকা লিভারপুলকে অ্যানফিল্ডে প্রায় হারিয়ে দিচ্ছিল ফুলহ্যাম। তবে ১০ জনের দল হয়ে পড়া সত্ত্বেও শেষ মুহূর্তে দিয়াগো জোটার নায়কোচিত গোল লিভারপুলকে বাঁচিয়ে দেয়। আর্না স্লটের শিষ্যরা শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরুতেই আন্দ্রেয়াস পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। কিছুক্ষণ পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যান্ড্রু রবার্টসন, ফলে চাপে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি হাকপোর গোলে সমতা ফেরালেও রদ্রিগো মুনিস ফুলহ্যামের পক্ষে আবার এগিয়ে যান। তবে নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট বাকি থাকতে জোটার দুর্দান্ত গোল লিভারপুলের হার এড়ায়।
এই ড্রয়ের পরেও ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ফুলহ্যাম রয়েছে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News