লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হচ্ছে।
শনিবার (২১ ডিসেম্বর) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ট্রাফিক সমস্যাকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “প্যাডেলচালিত রিকশার আকার ছোট হলেও অটোরিকশার আকার বড়। অটোরিকশার সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। যদি এটি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, ভবিষ্যতে রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়বে। এমনকি বাসা থেকে বের হওয়ারও জায়গা থাকবে না। বর্তমানে অটোরিকশার ব্যবসায় ঝুঁকছে অনেকেই, কারণ এটি ক্রয় করে প্রতিদিন লাভ হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও জটিল হবে।”
তিনি আরও বলেন, “সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে, অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে আনতে হবে। শহরে কতটি অটোরিকশা চলবে, তা নির্ধারণ করতে হবে। এসব যানবাহনকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা জরুরি। জনগণের অর্থে তৈরি রাস্তাগুলো ব্যবহার করবেন, অথচ ট্যাক্স দেবেন না—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া, এগুলো বিদ্যুৎও ব্যবহার করছে।”
ঢাকা শহরের অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, “এ শহরের কোনো রাস্তা সঠিক পরিকল্পনা করে তৈরি হয়নি। যত্রতত্র রাস্তা তৈরি করে তার পাশে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। যদি সবাই নিচে নামে, দাঁড়ানোরও জায়গা থাকবে না। জরুরি সেবাদানকারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও প্রবেশ করতে পারে না। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News